ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কোয়ারেন্টাইন অমান্য,দুই এনজিও কর্মীকে লাখ টাকা জরিমানা

কক্সবাজারে উখিয়ায় কর্মরত এনজিও ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের দুই কর্মকর্তাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে প্রশাসন। সম্প্রতি ফ্রেন্ডশিপের দুই কর্মকর্তা ঢাকা ও গাইবান্ধা ঘুরে কক্সবাজারে আসেন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টাইন না মেনে উখিয়ায় কর্মস্থলে যোগ দেন।

খবর পেয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে এই অর্থদণ্ড প্রদান করেন।অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

দন্ডপ্রাপ্তদের একজন এনজিও ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনালের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম। অপরজন তার সহকারী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, কক্সবাজার জেলা লকডাউনের মধ্যেও এনজিও ফ্রেন্ডশিপের দুই কর্মকর্তা ঢাকা ও গাইবান্ধা থেকে কর্মস্থল উখিয়ায় চলে আসেন। তাদের কারণে স্থানীয়দের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে।

জন নিরাপত্তার স্বার্থে ওই দুই কর্মকর্তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু তাঁরা সেই নির্দেশ অমান্য করে ঘুরাঘুরির সত্যতা পাওয়া যায়। এ কারনে দুই এনজিও কর্মকর্তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন