ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকের ধান কেঁটে বাড়ি পৌছে দিলেন এমপি

প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর পলাশে করোনা ভাইরাস প্রতিরোধ কারনে অর্থ সংকটে পড়া অভাবী কৃষকদের ক্ষেতের ধান কাঁটতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নামেন এমপি ডাঃ দিলীপ।

সোমবার (২৭এপ্রিল) দুপুরে নরসিংদী -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: আনোয়ারুল আশরাফ খান দিলিপ পলাশ উপজেলার গজারিয়া ইছাখালী এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছেন। তাছাড়া তিনি স্হানীয় নেতৃবর্গকে ডেকে বলেন, যারা মাঠের ধান কাঁটতে অক্ষম কৃষক তাদের তালিকা করে আমাকে দেন। দ্রুত পাকাধান কেঁটে মাঠ থেকে যার যার বাড়িতে পৌছে দেয়া হবে। করোনা প্রাদুর্ভাব কারনে নগদ টাকার সংকটে সব মানুষ হিমশিম খাচ্ছে।

পলাশের এমপি ডাঃ দিলীপ আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাঠে নেমেছি। পলাশের কোন জনসাধারনকে নাখেয়ে কষ্ট পেতে দেবনা। কর্মহীনদের পাশে আছি। তাদেরকে বাড়ি কাড়ি খাদ্য সামগ্রি পৌছে দিচ্ছি। যতদিন করোনার প্রকোপ না থামবে, ততদিনই আমরা গরীব দুস্থ, কর্মহীনদের সহায়তা দিয়ে যাবো। দেশের এই মহাদুর্যোগ কালে কেউ খাবার কষ্টে থাকবেন না। সবায় ধৈর্যশীল হউন। সচেতনতা ও সতর্ক থাকুন।

এসময় এমপির সাথে পলাশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃর্ধা, গজাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বদু, সেচ্ছাসেবক লীগের সভাপতি অনোয়ার হোসেন অনু, সাধারন সম্পাদক শেখর ভূইয়াসহ শতাধিক নেতাকর্মী উপস্হিত থেকে ধান কাঁটায় অংশ নেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন