ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রেস্তোরাঁগুলো ইফতার বিক্রি করতে পারবে আগামীকাল থেকে

রাজধানী ঢাকার প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পারবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে দেয়া এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

তবে শারীরিক দূরত্ব বজায় রেখে রেস্তোরাঁগুলোকে তাদের বেচাকেনার কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানিয়েছে ডিএমপি।

নতুন এ নির্দেশনায় বলা হয়, রেস্টুরেন্টগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বেচাকেনা করতে পারবে। তবে রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবেন না। এছাড়া ফুটপাতেও কোনো দোকান বসতে পারবে না।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন