দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১৬ জনে। এছাড়া এই সময়ে মারা গেছেন আরও ৫ জন। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের।
আজ রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিপ্তর-এর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরিক্ষা হয়েছে ৩৪৭৬ জনের।
এর আগে গতকাল শনিবার দেশে ৩০৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ৯ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে আছে ভাইরাসটির সংক্রমণ।
আনন্দবাজার/শহক