ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খাদ্যসংকট দূরীকরণে শিল্পপতির ব্যতিক্রমী উদ্যোগ

করোনা মহামারিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রান বিতরন, পিপিই ও মাস্ক বিতরন, মসজিদের ইমামদের জন্য বিশেষ উপহার, মন্দিরের সেবায়েতদের জন্য উপহার মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের জন্য পবিত্র মাহে রমজানের উপহারের মত মানবিক কাজের পর এবার আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপ’ র ডিএমডি মেহেদি হাসান বিপ্লব।

মহামারির এ সময়ে খাদ্য সংকট দুর করতে তিনি বালুটিলা এবং পার্শ্ববর্তী বাগানবাজার ইউপির উদায়পাথর এলাকার অনাবাদী জমিতে স্হানীয় সেচ্চাসেবকদের মাধ্যমে শাক সবজি চাষের পরিকল্পনা হাতে নিয়েছেন। এলাকার অনেকেই তাদের জমি স্বল্প সময়ে সবজী উৎপাদনের জন্য ব্যবহার করার সম্মতি দিয়েছেন।

শিল্পপতি মেহেদি হাসানের নিজ খরচে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে গরিব এবং কর্মহীন কৃষকদেরকে এতে সম্পৃক্ত করা হবে বলে জানা গেছে।

তিনি জানান, করোনাভাইরাসের কারনে এলাকায় খাদ্য সংকট দেখা দিতে পারে। বিশেষ করে শাক সবজীর। সেজন্য নতুন এ উদ্যোগটি নেয়া হয়েছে। উৎপাদিত শাক সবজি স্হানীয়দের মাঝে বিনামূল্যে বিতরন করা হবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন