ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তি সুস্থ

পিরোজপুরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ১৪ দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ শনিবার (২৫ এপ্রিল) দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকার ওই ব্যক্তি ছাড়পত্র পান। এরআগে গত ১১ এপ্রিল নারায়নগঞ্জ ফেরত ওই যুবক করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। এরপর থেকে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনরত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান জানান, “করোনা আক্রান্ত ওই রোগীর হালকা জ্বর, কাশি ও গলা ব্যথা ছিল। সাধারণ চিকিৎসায় দেয়ার ৫ দিনের মাথায় রিপোর্ট নেগেটিভ আসে। পরে আরো ২ বার নেগিটিভ রিপোর্ট পেয়ে আজ ২৫ এপ্রিল তাকে ছাড় পত্র দেয়া হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন