নাজিরপুরের ৬নং ইউনিয়নের হরিপাগলা থেকে গোদারা, আমতলা যাতায়াতের রাস্তার মাঝে সোলেমান শেখের বাড়ির সামনেই পরে একটি কালভার্ট। প্রতিদিন শত শত মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। হাট বাজার, ব্যাবসায়ীকসহ নানা জরুরি কাজে এই রাস্তা ও কালভার্ট ব্যাবহার করেন এলাকার সাধারণ জনগণ। কিন্তু গত ১বছর ধরে এই কালভার্টটির বেহাল দশা।
কালভার্টটিতে সিলিপারের জায়গায় দেওয়া হয়েছিলো কাঠ, কিন্ত তা কিছুদিন পরপরই ভেঙে যায়। ফলে এলাকার লোকজন ঝুকি নিয়ে চলাচল করেন। ব্যাঘাত হয় এলাকাবাসীর চলাচলসহ ব্যাবসায়ী নানা কাজের।
এমতাবস্থায় কালভার্টের পুননির্মাণ খুবই দরকার। নতুবা যেকোনো সময় হয়ে যেতে পারে বড় রকমের বিপদ ও প্রানহানীর মতো ঘটনা ।
এলাকার দায়িত্বশীলদের এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলেন, এলাকার দায়িত্বরত মেম্বারদের অবহেলার কারণে কালভার্টটি সবসময় এমন ঝুকিপূর্ণ অবস্থায় থাকে।কালভার্টের দুইপাশ দুই মেম্বারের নির্বাচনী এলাকায় পরেছে তাই এক মেম্বার অন্য মেম্বারের ঘারে দায় চাপায়। মেম্বাররা যদি বিষয়টি মাথায় নেন এবং কালভার্টের মেরামতের অথবা পুনরায় নির্মানের ব্যাবস্থা করে তাহলে এলাকার মানুষের খুবই উপকার হবে।
আনন্দবাজার/শাহী