করোনা পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা রুগীদের সেবা করে যাচ্ছেন চট্টগ্রামের মিজানুর রহমান তালুকদার। তিনি চট্টগ্রামের ফিল্ড হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
হাসপাতাল পরিষ্কার করা থেকে শুরু করে করোনা সম্ভাব্য অনেক রুগীদের গোসলও করাচ্ছেন তিনি। মিজান বলেন, দেখুন, এটা এমন এক পরিস্থিতি, যেখানে কারো জ্বর, কাশি বা অন্য কোনো উপসর্গ দেখা গেলেই অনেকেই তার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন। স্বজনেরাও কাছে ভিড়েন না। এসব সংবাদ দেখে মনটাই খারাপ হয়ে যেত। তাই, এ মানুষগুলোর পাশে থাকা আর সেবা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক হলাম।
তিনি আরও বলেন, হাসপাতালে একজন পরীক্ষা করতে আসছিলেন। আমি তাঁকে নিজেই গোসল করিয়েছি। একসময় বাবার বৃদ্ধ সময়ে এভাবেই গোসল করাতাম। মনে হলো, আমি আমার বাবাকেই গোসল করিয়েছি।
মিজান বলেন, হাসপাতালে প্রতিদিন ১২ ঘণ্টা ডিউটি। আমার মতো আরো কয়েকজন স্বেচ্ছাসেবক আছেন। যারা হাসপাতালের মেঝে, টয়লেটসহ বিভিন্ন পরিষ্কারের কাজ করছেন। চিকিৎসক, নার্স ও রোগীদের বিভিন্ন কাজে সহযোগিতা করছেন।
নিজের ইচ্ছায়ই স্বেচ্ছাসেবক হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে মিজান। মিজান বলেন, আমার তীব্র ইচ্ছাই আসলে জয়ী হয়েছে। হাসপাতালে আসার পর ভয় লাগছে না। মনে হচ্ছে, সৃষ্টিকর্তাই আমাকে মানুষের সামান্য সেবা করার সুযোগ করে দিয়েছেন।
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামে মিজানের বাড়ি। বাবা-মা বেঁচে নেই। চট্টগ্রামের সিটি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে অনার্স আর মাস্টার্স করেছেন। এলাকায় কোচিং সেন্টার দিয়ে শিক্ষকতা করেন। এছাড়া স্কুলেও পড়ান তিনি।
আনন্দবাজার/ টি এস পি