ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে করোনা আক্রান্ত ৬ জনই ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত

কক্সবাজারে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি টেকনাফ উপজেলায়। আক্রান্ত ব্যাক্তি ঢাকা ফেরত বলে জানাগেছে।

এ পর্যন্ত ৭জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৬ জন ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত। অপরজন সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন।

কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারে সচেতন বাসিন্দারের মধ্যে এখনো কেউ করোনায় আক্রান্ত হয়নি। যারা আক্রান্ত হয়েছে তারা সবাই সম্প্রতি ঢাকা বা নারায়ণগঞ্জ ঘুরে এসেছেন। বাকি একজন বয়স্ক মহিলা সৌদি আরব ওমরাহ্ পালন করতে গিয়ে আক্রান্ত হন। তবে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান তিনি।

কক্সবাজার সিভিল সার্জনের দেয়া তথ্যমতে, জেলার মহেশখালী উপজেলার তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা তিনজনই বিভিন্ন কারনে নারায়ণগঞ্জ ফেরত।

আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল একজনসহ টেকনাফে করোনায় আক্রান্ত হয়েছেন দুজন। তারা দুজনই ঢাকা ফেরত।তাদের একজন আম নিয়ে ঢাকায় গিয়েছিলেন, অপরজন তাবলীগ থেকে এসেছেন।

গতকাল বুধবার (২২এপ্রিল) কক্সবাজার শহরের টেক পাড়ায় একজন করোনা রোগী সনাক্ত হয়। তিনি একজন মাছ ব্যবসায়ী। আক্রান্ত ব্যাক্তি গত কয়েকদিন আগে ঢাকায় মাছের চালান নিয়েগিয়েছেন বলে জানাগেছে।

করোনায় আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সবার বাড়ি ও আশেপাশের বাড়ি গুলো লকডাউন করা হয়েছে। সংস্পর্শে আসা সবাইকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন