মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
যখন দেশের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান-মেম্বাররা চাল চুরিতে ব্যস্ত তখন ব্যতিক্রম হয়ে হাজির হন মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউপির একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম।
মঙ্গলবার ও বুধবার স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সঠিক পরিমাপ করে জেলেদের ২মাসের প্রাপ্য মাথাপিছু ৮০কেজি হারে চাল বিতরণের মধ্যে দিয়ে মহামারীর মধ্যে জানান দিয়েছেন মানবতার।
সরকারি সকল নিয়মনীতি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলেদের মধ্যে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হয়। সুবিদাভোগী জেলেরা ৮০ কেজি হারে চাল পেয়ে অত্যান্ত খুশি।
৭৮২ জন কার্ডধারী জেলে চাল পেয়েছেন। সঠিক এবং স্বচ্ছভাবে চাল বিতরণের লক্ষে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার শিমুল রানী, টেগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মামুন হোসেন, সংশ্লিষ্ট চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, সচিব মোঃ হারুন অর রশিদ, থানা পুলিশ এ এস আই ইন্দ্রজীত ও তার সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় গন্যামান্যরা। সচেতন মহলের মতে শেখ শহীদুল ইসলাম লোভ-লালসার ঊর্ধ্বে উঠে নীতি-নৈতিকতা এবং সততার সঙ্গে জেলে কাডের চাল বিতরণ করেছেন। জেলেরা বলেন স্বচ্ছ ও সততার কারণে শেখ শহীদ বার বার চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
আনন্দবাজার/এফআইবি