ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৫০ হাজার পরিবারকে নিজাম হাজারীর ইফতার উপহার

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া গরীব, অসহায়, দুস্থ  ৫০ হাজার পরিবারকে সহযোগিতা করলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর (ফেনী-২) আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন তিনি । বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন এই সংসদ সদস্য।

পরে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা মিনি ট্রাকে করে বিভিন্ন এলাকায় গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী সবার হাতে তুলে দেন।এসব ইফতার সামগ্রীর প্রতি বস্তায় রয়েছে, ছোলাবুট ৫ কেজি, মসুর ডাল ২ কেজি, চিড়া ১ কেজি, চিনি ২ কেজি, তেল ১ লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, লবন ১ কেজিসহ প্রভৃতি।

এমপি নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী এলাকার ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১৮টি ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে ব্যক্তিগত অর্থায়নে তিনধাপে ১ লাখ ২০ হাজার পরিবারকে সহায়তা দিয়েছিলেন তিনি। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি তেল, ১ কেজি লব। এছাড়া প্রতিদিন প্রায় ২ হাজার ভাসমান মানুষকে নিয়মিত রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছেন এই নেতা।

নিজাম উদ্দিন হাজারী বলেন, বঙ্গবন্ধুর বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমলে কেউ না খেয়ে থাকবে না। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অহসায় মানুষগুলো যেন সঠিকভাবে ইফতার গ্রহণ করতে পারে সেজন্য ৫০ হাজার পরিবারকে উপহার সামগ্রী পাঠালাম। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। ভোটের সময় যেমন ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেছি, এখন আমার দায়িত্ব নির্বাচনী এলাকার মানুষের ঘরে খাবার আছে কিনা সেটা দেখার।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কারো ঘরে খাবার নেই-এমন তথ্য থাকলে আমাকে জানাবেন। আবার কেউ যদি চক্ষুর লজ্জার কারণে চাইতে না পারেন তাহলে স্থানীয় নেতাকর্মী অথবা আমার ফোনে কল করলেই আমি পাশে দাঁড়াবো।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন