ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুুর থানা পুলিশের উদ্যোগে করোনা নিয়ে মতবিনিময়

নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পৌর কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে সৈয়দপুর থানায় আয়োজিত এ সভায় যথাযথ শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সভায় প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, পৌরসভার প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন, চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী নেতা হাজী জুুবায়ের আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মহিলা কাউন্সিলর জাহানারা পারভীন, ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, তারিক আজিজ প্রমুখ।

সভায় সরকারী আইন মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ব্যবসা করা সহ, সরকার নির্ধারিত সময়ে শহরে চলাচলকারী যানবাহনের জট নিরসন, রাতের বেলা যানবাহন বা লোকজনের চলাচল প্রতিরোধ, পাড়া মহল্লায়, রাস্তার মোড়ে মোড়ে অহেতুক লোক সমাগম বা আড্ডাবাজী বন্ধকরা সহ করোনা প্রতিরোধে প্রয়োজনীয় সকল বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ব্যবসায়ী নেতা, জনপ্রতিনিধিসহ উপস্থিত রাজনীতিবিদদের সহযোগিতা কামনা করে পুলিশ প্রশাসন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন