ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাধারণ ছুটিতেও চলবে সকল শুল্ক স্টেশনের কার্যক্রম

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সাধারণ ছুটি চললেও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে খোলা থাকবে দেশের সব শুল্ক স্টেশন। বুধবার (২২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

তবে এক্ষেত্রে করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের সরকারি স্বাস্থ্য বিধি মেনে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে নির্দিষ্ট কিছু পণ্য খালাসের লক্ষে সীমিত পরিসরে কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিলো।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় গত ২৬ মার্চ থেকে চলমান সরকার ঘোষিত সাধারণ ছুটি আরও বাড়িয়ে করা হয়েছে ৫ মে পর্যন্ত। সরকারি ছুটি থাকায় এ ছুটি কার্যকর হবে ৬ মে পর্যন্ত।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন