ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে আরো এক যুবক সহ করোনায় আক্রান্ত ১০

নীলফামারীতে আরো এক যুবক (১৯) করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (২১এপ্রিল) বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতাল থেকে পাওয়া রিপোর্টে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন। এ নিয়ে পুরো জেলায় এক চিকিৎসক ও এক কিশোরী সহ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ জন।

জানা যায়, নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের যুবক (১৯) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় নির্মান শ্রমিকের কাজ করত। গত ১৫ এপ্রিল জ্বর, সর্দি ও কাঁশি নিয়ে নিজ বাড়ি আসে সে। জেলা স্বাস্থ্য বিভাগ গত ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে মঙ্গলবার  (২১এপ্রিল) বিকেলে পরিক্ষার ফলাফলে ওই যুবকের করোনা পজেটিভ রিপোর্ট আসে। সন্ধ্যায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত এ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে ২৭৮ জনকে রাখা হয়েছে। বর্তমানে ৫ হাজার ৫৯৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৬ জনের।

উল্লেখ্য, এ নিয়ে জেলায় ১০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা থেকে নিজবাড়িতে ফিরে এসে করোনায় আক্রান্ত হন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন