দেশব্যাপী মানুষ যখন করোনা মহামারির ভয়ে দিশা হাড়া, গৃহবন্দী ঠিক সে সময় এক ঝাক তরুণ ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষুধার্ত মানুষের ঘরের দরজায় কড়া নাড়ছে । ক্ষুধার্ত মানুষের পাশে দাড়িয়েছে মানবতার মূর্ত প্রতীক হিসেবে। এ দৃশ্য যেন কল্পনাকেও হার মানায়। এমনই দৃশ্য আজ বাস্তবে লক্ষ্য করল বাসাবো, মাতুয়াইল, কোনাপাড়, যাত্রাবাড়ীর বাসিন্দারা।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বাসাবো, মাতুয়াইলের কোনাপাড়, যাত্রাবাড়ীর কাজলার পাড় সহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় ২৫০ কর্মহীন মধ্যবিত্ত, অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ / খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয় ঐক্যবদ্ধ ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
ঐক্যবদ্ধ ছাত্র সমাজের দেওয়া খাদ্য সামগ্রীর বস্তায় ছিলো চাল, ডাল, আলু, সাবান, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। যা দিয়ে একটি পরিবার কমপক্ষে ১৫ দিন খেতে পারবে।
এ সময় ঐক্যবদ্ধ ছাত্র সমাজের পক্ষে উপস্থিত ছিলেন মুহাম্মদ উল্লাহ মধু, সানজিদ রহমান শুভ, রিয়াদ হোসেন, হানিফ ও ইব্রাহীম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ছাত্র নেতৃবৃন্দরা জানান, আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের ত্রান / খাদ্য সামগ্রী সহায়তা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
আনন্দবাজার/শাহী