ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মাথার চুল বিক্রি করে সন্তানের খাবার দুধ কিনলেন মা

প্রাণঘাতী করোনার ছোবলে স্বামী কর্মহীন হয়ে পড়ায় সাভারে নিজের মাথার চুল বিক্রি করে বাচ্চার দুধ কিনে আনলেন অসহায় এক মা।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সাভারের ব্যাংক কলোনী এলাকায় নান্নু মিয়ার টিনসেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা অসহায় সেই মায়ের মুখ থেকে শোনা যায় এমন তথ্য। স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করছে পরিবারটি। তার বড় ছেলের বয়স আড়াই বছর ও ছোট ছেলে বয়স ১ এবছর।

সাথী বেগম জানান, গত দেড় মাস আগে তার স্বামী মানিকের সাথে সাভারের ব্যাংক কলোনি এলাকায় টিনশেডের ভাড়া বাড়িতে উঠেন। তার স্বামী পেশায় একজন দিনমজুর। তিনি নিজেও বাসা-বাড়িতে কাজ করেন। করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে বাড়িওয়ালা কাজে যেতে নিষেধ করে দিয়েছেন। তার স্বামীও কোন কাজ না পেয়ে বাড়িতে বেকার বসে দিন কাটাতে হচ্ছে।

তিনি জানান, এখানে নতুন এসেছেন, কাউকেই তেমন চেনে না। কোথায় ত্রাণ দেয়- সেটাও জানা নেই তার। প্রতিবেশীর কাছ থেকে ত্রাণের খবর পেয়ে দুই জায়গায় সহযোগিতার জন্য গিয়েছিলেন। তবে তাকে চেনে না বলে খালি হাতে ফিরিয়ে দেয়। খাদ্য সহায়তা খুঁজতে গিয়ে এক হকারের (চুলক্রেতা) সাথে পরিচয় হয়। পরে সাথী বেগম তার মাথার চুল বিক্রি করেন ১৮০ টাকায়। ওই টাকা দিয়ে শিশুর জন্য দুধ ও এক কেজি চাল কিনেছেন।

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা প্রশাসেনর এসিল্যান্ড আবদুল্লাহ আল মাহফুজ জানান, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ঘটনাটি প্রাথমিকভাবে আমরা শুনেছি। বিষয়টি সত্যিই অনেক দুঃখজনক। তিনি দ্রুত ওই পরিবারে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

সাভার পৌর মেয়র আব্দুল গনি জানান, হতদরিদ্রদের পৌর এলাকায় অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে এক নারী তার বাচ্চার খাবারের জন্য নিজের চুল বিক্রি করার বিষয়ে তিনি জানেন না।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন