ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে ৭’শ পরিবারে জেলা পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে গরীব, দুস্থ এবং অসহায় মানুষের সহায়তায় দিনাজপুর জেলা পরিষদের পক্ষে জেলার ৪টি উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদের সদস্য রেবেকা সুলতানা মিনু।

এদিকে, আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই পর্যায়ক্রমে দিনাজপুরের চারটি উপজেলা বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও ফুলবাড়িতে দুই দফায় মোট ৭’শ গরীব, দুস্থ এবং অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিরামপুরে অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর পৌরসভার কাউন্সিলর মোজাফফর রহমান, মিজানুর রহমান, জোবাইদুল হক জুয়েল প্রমুখ।

জেলা পরিষদের সদস্য রেবেকা সুলতানা মিনু জানান, করোনার প্রকোপে বিপাকে পড়া অসহায় দুস্থদের সাহায্যে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই সহায়তা সামনের দিনগুলিতেও অব্যহত থাকবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন