করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর ঈদুল ফিতরের জামাত না হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) জেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় তিনি এমন ইঙ্গিত দেন।
আজ (২০ এপ্রিল) ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী সেখানকার পেশ ইমামের কথা শুনতে চায়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শোলাকিয়ায় ঈদের সবচেয়ে বড় ঈদের জামাত হয়। এবার তো আর আমরা জামাত করতে পারবো না। ঈদের নামাজ তাও তো আমরা করতে পারবোনা। সেকারণে উনার কাছ থেকে একটু শুনি।
এর আগে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী রমজানে তারাবির নামাজ ঘরে পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
আনন্দবাজার/তা.তা




