ঢাকা | সোমবার
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার নতুন হটস্পট ভৈরব

মহামারি করোনাভাইরাসের নতুন হটস্পটে পরিণত হতে চলেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা। ছোট্ট এই বাণিজ্যিক জনপদ এখন করোনা রোগীতে ভারি হয়ে উঠছে। প্রতিদিনই এখানে রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভৈরবে নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন পুলিশ, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। গতকাল পাঠানো ৩৪ জনের নমুনা পরীক্ষা করে এদেরকে শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য, ৬ জন চিকিৎসক এবং নার্স ও স্বাস্থ্যকর্মী বাকী ১১ জন।

উপজেলায় নতুন করে ২০ জন শনাক্তের পর ভৈরবে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জন

রোববার (১৯ এপ্রিল) ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বুলবুল আহমেদ এইসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান. এখন পর্যন্ত ভৈরব থেকে ৯৮ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরমধ্যে ৩৫ জনের প্রতিবেদন পজেটিভ এসেছে। এদের মধ্যে সবচেয়ে বেশী ১৯ জন শনাক্ত হয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। পরে আছেন পুলিশ, ৯জন। আর বাকী ৮ জনের মধ্যে আছেন একজন প্রশাসনিক কর্মকর্তা, তাঁর গাড়ির চালক, ফার্মানিস্ট, শিক্ষার্থীসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন