ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নবজাতকের নাম করোনা

করোনার প্রভাবে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে জন্ম নেয়া নবজাতকের নাম রাখা হয়েছে ‘করোনা’। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহে।

শিশুটিকে দেখে এক ব্যক্তি তার ফেসবুকে ছবিসহ লেখেছিলেন, ঝিনাইদহ কাঞ্চননগর এলাকার কুয়েত প্রবাসী দম্পতি সাদিক এবং সালেহা। বিবাহের দীর্ঘ ১৭ বছর পর শনিবার (১৮ এপ্রিল) ঝিনাইদহ সদর হাসপাতালে তাদের কোলজুড়ে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। সেখানে সদ্য জন্ম নেয়া কন্যাশিশুর নাম রাখা হয়েছে করোনা।

তারপরেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ে। এতে সমালোচনা করেছেন অনেকেই। আবার অনেকে প্রশংসাও করেছেন।

জানাগেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে ভর্তি হন সালেহা। কিছুক্ষণ পরই সিজারিয়ান অপরাশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তারপরই নবজাতকের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।

নবজাতকের বাবা সাদিক বলেন, ভাইরাসটি যে বিপজ্জনক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বে অনেক মানুষকে মেরে ফেলেছে এই ভাইরাস। আবার আমাদের মধ্যে অনেক ভালো অভ্যাসও তৈরি করেছে এই ভাইরাস।

আনন্দবাজারে/এফআইবি

সংবাদটি শেয়ার করুন