ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার নতুন ‘হটস্পট’ গাজীপুর

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে বাসা থেকে যুক্ত হয়ে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এইসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ৩০৬ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে।

এছাড়া ডা. ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় আরও ৮ জন নিয়ে এখন পর্যন্ত মোট ৬৬ জন সুস্থ হয়ে উঠলেন।

তিনি উল্লেখ করে জানান, ঢাকা ও নারায়ণগঞ্জের পর এখন সবচেয়ে বেশি করোনার সংক্রমণ হচ্ছে গাজীপুরে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন