ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে অসহায় মানুষের পাশে নৈবদ্য-৯৭

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গরিব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচ (নৈবদ্য-৯৭)।

করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উপহার সামগ্রী প্রদানের উদ্যোগ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নৈবদ্য-৯৭ ব্যাচের কয়েকজন। এতে তারা ৪৬ টি পরিবারে উপহার পৌছে দেন। উপহারের তালিকায় ছিল চাল, ডাল, তেল, আলু, তেল, পিঁয়াজ, সাবান ও একটি মুরগী। পাশাপাশি ২ টি পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেন।

তাদের সাথে কথা বলে জানা যায়, তাদের নিজেদের অর্থায়নেই উপহার সামগ্রী প্রদান করেন। তারা এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন