ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে ঘরে ত্রান পৌঁছে দিচ্ছে কাপাসিয়ার যুব সমাজ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম কামারগাঁও। কাপাসিয়া থানা সদরের শেষ প্রান্তে এই গ্রামের অবস্থান হওয়ার কারণে এই গ্রামের মানুষগুলো অবহেলিত বলা চলে। কিন্তু শিক্ষিতের হার ভালো থাকলেও প্রায় অধিকাংশই খেটে খাওয়া দরিদ্র মানুষ।

বর্তমানে সারা দেশব্যাপী মহামারি করোনা ভাইরাসের ( কোভিট-১৯) ভয়াল থাবায় অসহায় হয়ে পড়েছে অনেকেই। বিশেষ করে বন্ধ হয়েছে তাদের আয় ও রোজগারের পথ। থানা সদরের একটু দূরে হওয়ায় নিন্ম আয়ের সাধারণ মানুষগুলো পাচ্ছেনা তেমন কোনো সরকারী সহায়তা।

এদিকে সারা দেশব্যাপী ব্যাপক হারে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের ( কোভিট-১৯) এই পরিস্থিতি ও সংকট মোকাবেলায় কাপাসিয়ার কামারগাঁও গ্রামের কর্মহীন ১৫০ টি পরিবারের পাশে দাড়িয়েছেন গ্রামের সচেতন যুব সমাজ। তাদের নিজস্ব অর্থায়ণে ১৫০টি অসহায় পরিবারের কাছে গিয়ে পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী।

এদিকে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কামারগাঁও গ্রামের সচেতন যুব সমাজের উদ্যোগে প্রাণঘাতি করোনা ভাইরাসের ( কোভিট-১৯) পরিস্থিতি ও সংকট মোকাবেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

কামারগাঁও গ্রামের ১৫০টি কর্মহীন পরিবারের মধ্যে বিতরণের জন্য ৫ কেজি চাল,১ কেজি ডাল,২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেয়াঁজ ও ১ পিস সাবান মিলিয়ে মোট ১০ কেজি পরিমাণ প্যাকেটে গ্রামের হত দরিদ্র, অসহায়, দিন মজুর ও শ্রমজীবি এসব মানুষের মাঝে বিতরণের লক্ষে ত্রাণ বিতরণ করা হয়।

কামারগাঁও সচেতন যুব সমাজের উদ্যোগে ত্রাণ বিতরণের বিষয়ে জানতে চাইলে ৫নং ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ শাহীনুর আলম সেলিম জানান, এটা একটা মহৎ উদ্যোগ। আর এভাবেই যদি প্রতিটি গ্রামের সচেতন যুব সমাজরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সমাজের অসহায় মানুষগুলো কিছুটা হলেও রক্ষা পাবে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন