পুলিশকে মানুষের প্রথম ভরসার স্থল হিসেবে তৈরি করতে চাই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ। শনিবার দুপুরে পুলিশের সকল রেঞ্জ, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এই কথা বলেন।
ড. বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ এর স্বপ্নপূরণে পুলিশকে মানুষের প্রথম ভরসার স্থল হিসেবে তৈরি করতে চাই।
করোনা প্রসঙ্গে তিনি বলেন, সঠিকভাবে লকডাউন বাস্তবায়ন করতে হবে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচল সীমিত করতে হবে। মানুষের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। বাজারে একমুখী চলাচলের ব্যবস্থা করতে হবে, যাতে কমপক্ষে ২০ ফুট দূরত্ব বজায় থাকে। চায়ের দোকানে আড্ডা নিয়ন্ত্রণ করতে হবে। জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। যাতে কেউ পণ্যের মজুতদারি অথবা মূল্য বৃদ্ধি করতে না পারে।
দুর্নীতিমুক্ত পুলিশ প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, আমরা দুর্নীতিমুক্ত পুলিশ প্রশাসন গড়ে তুলতে চাই। কোনো পুলিশ সদস্য অবৈধ আয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। টিম স্পিরিটের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশের কাজের মূল ভিত্তি হবে টিম স্পিরিট। এককভাবে নয়, পুলিশ সদস্যদের টিমে কাজ করতে হবে।
এছাড়া দেশের শান্তি শৃঙখলা বজায় রাখতে সকল কর্মকর্তাকে দিক নির্দেশনা দিয়েছেন ড. বেনজীর আহমেদ।
আনন্দবাজার/ডব্লিউ এস