কক্সবাজার সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তির ৭মিনিটের ব্যবধানে রোগী মারা যান বলে জানিয়েছে রোগীর স্বজনেরা।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে শ্বাষকষ্ট এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে জরুরী ভাবে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে নেয়ার পরই রোগীর মৃত্যু হয়।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী নারীর বাড়ি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের তত্ববধায়ক ও উপ পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন। তিনি জানান, মোমেনা বেগম (৪৫) নামের এই নারী ভর্তির ৭মিনিটের ব্যবধানে তিনি মারা যান।
রোগীর আগে থেকেই এ্যাজমা ও ডায়াবেটিস ছিলো। রোগীটি করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে তার দেহের স্যাম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত কিনা।
আনন্দবাজার/শাহী