বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদের ৭ম অধিবেশন আগামীকাল

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামীকাল বিকেল ৫টায় বসবে একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন। সীমিত আলোচনার মধ্য দিয়েই এই অধিবেশন মুলতবি করা হবে বলে জানিয়েছেন সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

দেশের এই সংকটপূর্ণ মুহুর্তে সংসদ সদস্যরা অনেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করলেও অধিবেশন মুলতবি করার কোনো সুযোগ ছিল না বলে জানান চীফ হুইপ। ঢাকায় অবস্থান করা সংসদ সদস্যরাই কালকের এই অধিবেশনে যোগ দিতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

করোনাভাইরাস এর শঙ্কা থাকায় সবাই দূরত্ব বজায় রেখেই যোগ দিবে অধিবেশনে। অধিবেশনে সাবেক ভুমি প্রতিমন্ত্রী ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করার হবে বলে জানিয়েছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাজনীতির মাঠে বাকযুদ্ধ

সংবাদটি শেয়ার করুন