ঢাকা | বুধবার
৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ৫ হাজার বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ডিএসসিসি

খাদ্য সহায়তার জন্য নির্ধারিত হটলাইনে ফোনকল পেয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৪৭৯ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।

লোক লজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন না তাদের জন্য হটলাইনের এ ব্যবস্থা গ্রহণ করে ডিএসসিসি। বর্তমানেও খাদ্য সহায়তার এই হটলাইন কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার পর্যন্ত হটলাইনে ৮ হাজার ৫৯২ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছে ডিএসসিসি। যার মধ্যে ৫ হাজার ৪৭৯ জনের বাসায় পৌঁছে দেয়া হয়েছে খাদ্যসামগ্রী। বাকি ৩ হাজার ১১৩ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

গত ৪ এপ্রিল মেয়র সাঈদ খোকন আনুষ্ঠানিকভাবে এই হটলাইন নম্বরগুলোতে প্রাপ্ত কলের ভিত্তিতে খাবার পৌঁছে দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন। ডিএসসিসি এর হটলাইন নম্বর ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪ তে ফোন করে সহায়তা চাইলে বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন