ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কি‌শোরগঞ্জে ২৯ জ‌নের নমুনায়, ১৮ জনের প‌জিটিভ 

কি‌শোরগ‌ঞ্জে নতুন করে  আরও ১৮ জন ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। মাত্র ২৯ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রায় ১৮ জনের শরীরে ক‌রোনা শনাক্ত হয়।

আক্রান্তদের ম‌ধ্যে ৪ জন ডাক্তার ও ২ জন পু‌লিশ সদস্য র‌য়ে‌ছেন। এর আগেও ৭ জন ডাক্তার ও ২ জন পু‌লিশ সদস্য আক্রান্ত হন। এ নি‌য়ে জেলায় আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়া‌লে ৫২ জ‌নে।

আক্রান্ত‌দের ম‌ধ্যে বা‌জিতপুর উপ‌জেলায় ২ জন, কু‌লিয়ারচরে ৩, তাড়াইলে ২, অষ্টগ্রামে ১, মিঠামইনে ৩, ক‌টিয়াদীতে ১, নিকলীতে ১ ও ভৈরব উপ‌জেলায় ৫ জন। এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান।

কিশোরগঞ্জে এ পর্যন্ত শনাক্ত হওয়া‌দের ম‌ধ্যে একজনের মৃত্যু হ‌য়ে‌ছে।

আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন