ঢাকা | সোমবার
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মগবাজারে ডাক্তারসহ ৯ কর্মী করোনায় আক্রান্ত, হাসপাতাল লকডাউন

ঢাকার মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ২ ডাক্তার, ৫ জন নার্স ও ২ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে হাসপাতালটি লকডাউন করে দেওয়া হয়েছে।

জানা যায়, পহেলা বৈশাখে মগবাজার রেলগেটের কাছে অবস্থিত ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ডাক্তারসহ ৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে হাসপাতালের জরুরি বিভাগ থেকে তারা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে, হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা মো.সোহরাব আকন্দ জানান, হাসপাতালের জরুরি বিভাগে সর্দি-জ্বর-কাশির রোগীদের চিকিৎসা দেওয়া হতো। ওই বিভাগের ২ চিকিৎসক ভাইরাসে আক্রান্ত হন। পরে নার্স ও কয়েকজন কর্মীর টেস্ট করলে তাদের মধ্যেও করোনা ধরা পড়ে।

সোহরাব আকন্দ আরও জানান, সোমবার (১৩ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা করা হয়। সেদিন রাতেই রিপোর্ট পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়। তারা হাসপাতালটি লকডাউনের পরামর্শ দেয়।বর্তমানে হাসপাতালে কোনো রোগী নেই। এছাড়া জরুরী স্বাস্থ্যসেবাও বন্ধ রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে হাসপাতালটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন