শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার চিকিৎসক ও নার্সদের আবাসনে হোটেল বরাদ্দ

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের আবাসনের জন্য রাজধানীর ২০টি অভিজাত হোটেল নির্ধারিত করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা।

প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মেরিডিয়ান, ঢাকা রিজেন্সি, রাজমণি ঈশা খাঁ, হোটেল একাত্তর সহ আরও ১৫ টি নির্ধারিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব হোটেলে কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার, মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউট, মহানগর এবং কমলাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা থাকবেন।

দেশে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন-বিডিএফ এর মতে, এখন পর্যন্ত ৪১ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া সরকারি বেসরকারি হাসপাতালের ১০ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  কক্সবাজারের সৈকতে ভেসে আসছে হীরা-স্বর্ণ!

সংবাদটি শেয়ার করুন