চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় আরও ১২ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজনের বাড়ি নোয়াখালী, বাকি ১১ জন চট্টগ্রামের। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।
আজ মঙ্গলবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
ড়া. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১১ জন চট্টগ্রামের, বাকি একজন নোয়াখালীর বাসিন্দা। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ২৭ গেছে জন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরের সাগরিকার ৪ জন, ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ১জন, পাঁচলাইশ আবাসিক এলাকার ১জন, সাতকানিয়ায় ৫ জন বলে তিনি জানান।
আনন্দবাজার/শাহী