শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা : নীলফামারী লকডাউন আক্রান্ত ৬

করোনা সংক্রমন রোধে এবার লকডাউন করা হয়েছে নীলফামারী জেলা। আজ মঙ্গলবার ১৪ এপ্রিল  জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সে বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জেলার বিভিন্ন এলাকায় মাইকে প্রচার করা হয়।

এদিকে, গত ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল জেলার কিশোরগঞ্জ, সৈয়দপুর, ডিমলা ও জলঢাকা উপজেলায় একজন করে এবং আজ নীলফামারী সদরে ও ডিমলা উপজেলায় আরও ১ জন করে মোট ৬ জনের শরীরে করোনা শনাক্ত  হয়েছে।

গণবিজ্ঞতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার অভ্যন্তর সকর যানবাহন, সাপ্তাহিক হাট বাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহণ বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দোকান, কৃষিপন্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখতে পারবে। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষনিক খোলা থাকবে।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, গত ৯ এপ্রিল থেকে জেলা লকডাউন করা হয়েছে। তবে মানুষ যাতে আতঙ্কিত না হয় সেজন্য সেদিন ঘোষণা দেয়া হয়নি তবে লকডাউনের যা প্রক্রিয়া সেদিন থেকে সব নির্দেশনা পালন করা হচ্ছে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  স্বামীর লেখা গান গাইলেন মিথিলা

সংবাদটি শেয়ার করুন