ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাহায্য চাওয়ায় ৫০ টাকা দিয়ে তাড়িয়ে দিলেন ইউএনও

সাহায্য চাওয়ায় ৫০ টাকা দিয়ে এক নারীকে বের করে দিলেন পাবনার চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান। সোমবার দুপুরে রায়হানের অফিসকক্ষে সাহায্য চাইতে গিয়ে কান্নারত অবস্থায় ফিরে আসেন ওই নারী।

জানা যায়, ওই নারীর নাম আঞ্জুয়ারা খাতুন (৩৫)। পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা গ্রামে অন্যের জমিতে ছাপড়া ঘরে অসুস্থ স্বামী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করেন তিনি।

আঞ্জুয়ারা খাতুন বলেন, ঘরে খাবার নেই, ইউএনও স্যারের কাছে চাইতে এসেছিলাম। তিনি ৫০ টাকা হাতে ধরিয়ে দিয়ে দূর দূর করে ঘর থেকে বের করে দিলেন। যেতে বললেন চেয়ারম্যান-মেম্বারের কাছে।

তিনি আরও বলেন, কোনোদিন কারো কাছে হাত পাতিনি। কিন্তু উপার্জন বন্ধ হওয়ায় খাবার চাইতে এসেছিলাম। ইউএনও স্যার ধমকের সুরে ৫০ টাকা হাতে ধরিয়ে দিয়ে ঘর থেকে বের করে দিলেন। সাংবাদিকদের সাথে কথা বলতে দেখে বাড়ি ফেরার পথে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে তাকে এক প্যাকেট খাবার দিয়ে ভুল স্বীকার করেছে বলেও জানান তিনি।

সরকার মোহাম্মদ রায়হান বলেন, তখন আমি ব্যস্ত ছিলাম। দূর দূর করে তাড়িয়ে দিলে তো আমি ৫০ টাকা দিতাম না। ইউনিয়ন পরিষদ থেকেও দিল আবার আমিও দিলাম। এতে ডাবলিং হতে পারে। তাই যাচাই করে পরে ওই মহিলাকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন