মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের জন্য করোনা পরীক্ষায় বিশেষ ব্যবস্থা : তথ্যমন্ত্রী

করোনাভাইরাস পরীক্ষার ক্ষেত্রে সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিকদের করোনা সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হলে তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীতে নিজ বাসভবনে সীমিত সংখ্যক সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কোন সাংবাদিকের এ সংক্রান্ত পরীক্ষার প্রয়োজন হয় তারা যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।

তিনি আরও বলেন, জরুরী সেবা নিশ্চিত করতে সাংবাদিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। এছাড়া সকল গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সরবরাহ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মেট্রোরেল চালুতে খুশি হতে পারেনি বিএনপি: তথ্যমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন