মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের বিরুদ্ধে জেলেদের প্রায় ২১ হাজার কেজি চাল চুরির অভিযোগে কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল বাদী হয়ে এই ডায়েরি করেছেন।
কাজীরহাট থানার ওসি আনিসুর রহমান জিডির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন রবিবার সাধারণ ডায়েরির অভিযোগ তদন্তে বরিশাল জেলা দুদক কার্যালয়ে পাঠানো হয়েছে। দুদক তলব করার কার্যক্রম হাতে নিয়েছে বলে জানা গেছে।
সাধারণ ডায়েরিতে মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল উল্লেখ করেন, এ বছর ৭২৩ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে। তবে চেয়ারম্যান গত ৯ এপ্রিল ৩৮৪ জন জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। মাথাপিছু ১০ কেজি করে মোট দুই হাজার ৮৪০ কেজি চাল চুরি করেন চেয়ারম্যান। এ ঘটনায় গত ১১ এপ্রিল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি করেন।