বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাস্ক ব্যবহার নিয়ে দেবী শেঠীর পরামর্শ

করোনাভাইরাস ঠেকাতে রকমারি মাস্ক ব্যবহার করা হয়। একেকজন একেক পরামর্শ দিয়ে থাকেন। কোনটি উত্তম আর কোনটি নয়- বুঝা মুশকিল। তবে এবার কাপড়ের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠী।

তিনি মনে করেন, সার্জিক্যাল মাস্কের মতোই কাপড়ের মাস্ক সমান নিরাপদ। তাই কাপড়ের মাস্ক ব্যবহার করতে তিনি সাহস দিয়েছেন। সম্প্রতি এক ভিডিওবার্তায় এমন পরামর্শ দেন এই চিকিৎসক। তিনি বলেন, ‘আমি অপারেশনের সময় সার্জিক্যাল মাস্ক পরি; যাতে আমি কাশি দিলে আমার রোগী সংক্রমিত না হন।’

তিনি জানতে চান, বুঝতে পারছি না সবাই কেন সার্জিক্যাল মাস্ক পরছেন? ডাক্তার, নার্স, প্যারামেডিকসরা করোনা রোগীদের জন্য সেবা দিচ্ছেন। তাদের মাস্কগুলো সবাই কেন পরছেন? যে কারণে অনেক চিকিৎসকরা মাস্ক পাচ্ছেন না। তাই ডাক্তার-নার্সরা অসুস্থ হয়ে পড়ছেন।

দেবী শেঠী বলেন, ‘সার্জিক্যাল মাস্ক মাত্র ৬ ঘণ্টা ব্যবহার করার সুযোগ থাকে। এরপর বাড়ি গিয়ে আপনি সেটি টেবিলে বা কোথাও রেখে দেন। আপনার শিশু এটি স্পর্শ করতে পারে। এভাবে একটি মাস্ক থেকে আপনার শিশুও সংক্রমিত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আপনাদরে নিঃশ্বাস নির্গত উপাদান এই মাস্ক শুষে নিতে পারে না। আপনি যখন এটি ডাস্টবিনে ফেলেন, তখন ময়লাওয়ালা আবার এটি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে ভাইরাসের আবার উৎপাদন হবে।’

তবে ভাববেন না যে, মাস্ক পরার কোন দরকার নেই। আপনাদের অবশ্যই মাস্ক পরতে হবে। তবে অনুগ্রহ করে কাপড়ের মাস্ক পরুন। কাপড় অনেক কিছু শুষে নিতে পারে। এটি ধুয়ে দিতে পারেন, শুকাতে পারেন, আবারও পরতে পারেন।

আরও পড়ুনঃ  করোনায় আড়াই কোটি মানুষ চাকুরি হারাবে

আনন্দবাজার/বিকে

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন