মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে চাল চুরির সময় একজন আটক

দিনাজপুরের বিরামপুরে খাদ্যবান্ধব কর্মসুচির চাল পাচারকালে ৬ বস্তা চালসহ সুলতান মাহমুদ নামে একজনকে আটক করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালত এই ঘটনায় তাকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে।

সুলতান ওই এলাকার ডিলার মোতাহার হোসেনের ম্যানেজার। এই ঘটনায় মোতাহারের ডিলারশিপ বাতিল করেছে খাদ্য বিভাগ। সোমবার খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় বিরামপুরের দিওর ইউনিয়নের বিতরনের জন্য বরাদ্দ চালের মধ্যে ৬ বস্তা চাল অন্যত্র পাচারকালে এলাকাবাসী চালসহ সুলতানকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সুলতানকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। এসময় ডিলার মোতাহার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় ডিলার মোতাহার হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে থানায় মামলার প্রস্ততি নিচ্ছে খাদ্য বিভাগ।

আনন্দবাজার/শহক/মাসু

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিরামপুরের ৩৫০ অসহায় পরিবারকে জমি সহ গৃহ প্রদান

সংবাদটি শেয়ার করুন