ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কিছুতেই বন্ধ হচ্ছে না চলাচল

করোনার মোকাবিলায় সরকার বিভিন্ন ধরনের বিধি-নিষেধ তৈরি করলেও এইসব নিয়ম কানুন কোন রকম তোয়াক্কা করছেনা দেশের অনেক পেশার জনগন।

এমনকি লকডাওন চলা সত্ত্বেও  কিছুতেই বন্ধ করা যাচ্ছে না এক জেলা থেকে আরেক জেলায় মানুষের চলাচল। কাভার্ডভ্যানে কিংবা ট্রাকে করে নানা কৌশলে দলে দলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। গত দুইদিনে যশোরে এরকম দুটি ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে।

শনিবার পর্যন্তও যশোর জেলায় কোন করোনা রোগী শনাক্ত ছিল না। কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে মানুষ যেভাবে যশোরে ঢুকছে, তাতে কতদিন যশোর নিরাপদ থাকবে তা নিয়ে শঙ্কায় যশোরের স্থানীয়রা ।

ইতোমধ্যে যশোরের মণিরামপুর উপজেলার একজন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে রবিবার নিশ্চিত হওয়া গেছে। তিনিই যশোরের প্রথম করোনা আক্রান্ত রোগী।

অপরদিকে রবিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত মণিরামপুর বাজারের গরুহাটা মোড়ে দুটি ট্রাক আটক করেন। চালকের সঙ্গে কথা বলার পর সন্দেহ হলে ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা আনসার-ভিডিপির সদস্যরা ট্রাকের ত্রিপল উল্টে দেখেন সেখানে ৬ নারী ও তিন শিশুসহ ৬১ জন। তারা সবাই ইটভাটার শ্রমিক।

কয়েকমাস আগে কাজে গিয়ে কুমিল্লা এবং মানিকগঞ্জে তারা আটকা পড়েন। রবিবার তারা ট্রাক দুটিতে করে সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার পাইকগাছায় নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফলচন্দ্র গোলদার বলেন, ট্রাকের সবার নাম-পরিচয় নিয়ে তাদের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি এদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এর পূর্বে গত শনিবার আজমীর ট্রান্সপোর্টের একটি কার্গো ট্রাক যশোর শহরে ঢুকতে ব্যর্থ হয়ে চৌগাছা উপজেলার ভেতর দিয়ে যশোর অতিক্রম করার চেষ্টা করে। সকাল সাতটার দিকে ট্রাকটি চৌগাছা বাজার অতিক্রমের সময় কার্গোর ভেতরে মানুষের কণ্ঠ শুনে চৌগাছা বাজার সমিতির যুগ্ম সম্পাদক আজিজুর রহমানের সন্দেহ হয়। তিনি লোকজন নিয়ে কার্গোটি আটক করে দেখেন ভেতরে ৩৮ জন নারী পুরুষ ঠাসাঠাসি করে বসে আছে।

এসময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মারমুখী হয়ে ওঠে। পরে চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল ও চৌগাছা থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন