মহাসড়কে প্রসব বেদনা উঠলে পথের মধ্যে পড়ে গিয়ে আহাজারি শুরু করেন এক অন্তঃস্বত্ত্বা মা। করোনা ভাইরাস ভেবে কেউ এগিয়ে না এলেও এগিয়ে আসেন আশুলিয়া থানার ওসি রেজাউল হক দীপু। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দিলে কন্যা সন্তানের জন্ম দেন ঐ অন্তঃস্বত্ত্বা।
শনবার (১১ এপ্রিল) বিকালে সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নবজাতকের মা শ্রী লিপি রানী জানান, করোনাভাইরাসের কারণে লকডাউনের সময় তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে তার প্রসব বেদনা উঠলে তিনি মহাসড়কে পড়ে যান। তাকে করোনাভাইরাস আক্রান্ত মনে করে আশপাশের সবাই দৌড়ে পালিয়ে যায়। পরে আশুলিয়া থানার ওসি এসে তাকে বাইপাইলে একটি হাসপাতালে ভর্তি করে দেন।
ওসি রেজাউল হক দীপুর সহযোগিতায় ও ওই হাসপাতালের ডাক্তার রাশিদা বিনতে রিয়াজের (হ্যাপী) সিজারে শনিবার বিকালে লিপি রানী একটি কন্যা সন্তান প্রসব করেন। ডাক্তার রাশিদা বিনতে রিয়াজ জানান, লিপি রানীর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায়। করোনাভাইরাসের কারণে লকডাউনে স্বামী গাইবান্ধায় রয়েছেন। তাই অসহায় লিপি রানীর সিজার ও ওষুধ সম্পূর্ণ ফ্রি করে দেয়া হয়েছে।
আশুলিয়া থানার ওসি রেজাউল হক দীপু বলেন, পুলিশ জনগণের বন্ধু। তাই পুলিশ হিসেবে এক অসহায় নারীর পাশে থেকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আনন্দবাজার/ডব্লিউ এস