মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে যুবলীগ নেতার লাথিতে ভিক্ষুকের প্রাণ গেল

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে এক যুবলীগ নেতার লাথিতে প্রাণ হারিয়েছে ভিক্ষুক। আজ দুপুরে ৬ নং ওয়ার্ডের তিতামাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মাতারবাড়ী তিতামাঝির পাড়া এলাকার অসহায় নজির আহমদের পুত্র দিনভিখারী পেঠান আলীর সাথে প্রতিবেশী আবুর পুত্র ইউনিয়ন যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে সীমানা বিরোধ চলে আসছিল। আজ ভিক্ষুক পেঠান আলীর বসতভিটায় যুবলীগ নেতা সেফ্টি ট্যাংক বসানোর কাজ করলে ভিক্ষুক পেঠান আলী বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে যুবলীগ নেতা স্বজোরে লাথি মারলে পেঠান আলী ঘটনাস্থলে প্রাণ হারায়।

দেলোয়ার হোসেন কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক বলে জানা যায়।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর আইসি এসআই আনিস জানান, ঘটনাটি আমি শুনেছি, ছুটিতে থাকায় যেতে পারিনি। পুলিশ প্রশাসনের কয়েকজন সদস্য ঘটনাস্থলে গেছেন।

আনন্দবাজার/রনি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পাইকগাছায় করোনা ও আম্ফানে ক্ষতিগ্রস্থদের প্রধানমন্ত্রীর উপহার

সংবাদটি শেয়ার করুন