সামাজিক দুরুত্ব বজায় রাখতে হিলি থেকে পাঁচবিবি প্রবেশ মুখের সড়কে ব্যারিকেট দিয়েছে থানা পুলিশ। পাঁচবিবি ভীমপুর নামকস্থানে চেকপোস্ট বসিয়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা করছেন।
শনিবার সকাল থেকে হিলি-জয়পুরহাট বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে রিক্সা-ভ্যানসহ সকল প্রকার যান চলাচল নিয়ন্ত্রন করা হচ্ছে। কাঁচা পণ্যবাহী ট্রাক ও জরুরী পরিসেবা ছাড়া কাউকে পাঁচবিবি এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেন জানান, করোনা ভাইরাসের কবল থেকে বাঁচার তাগিদে আমরা স্থানীয়রা করোনা মোকাবিলার জন্য আজ রাস্তায় অবস্থান করছি। বহিরাগত কাউকে প্রবেশ করতে দিচ্ছি না এলাকায়।
এবিষয়ে পাঁচবিবি থানার এএসআই তপন কুমার জানান, সরকার চাচ্ছে ঘর থেকে কেউ যেন বের না হয়। করোনাকে প্রতিহত করতে আমরা স্থানীয়দের সাথে সহযোগীতা করছি। অন্য জেলা থেকে কাউকে এই জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকল যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শুধু কাঁচা মালবাহী ও ঔষুধের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে।
আনন্দবাজার/শহক/বাহ