ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের পাশে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা

করোনাভাইরাসের কারনে সারাদেশ লকডাউনের আওতাধীন। সরকারি ভাবে সকল কল কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে। এরই ফলে কর্মহীন হয়ে পরেছে শ্রমজীবী সাধারন মানুষ। কর্মহীন হয়ে পরায় দেখা দিয়েছে প্রবল খাদ্য সংকট।

ঠিক এই সময় মহানুভবতার পরিচয় দিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা,পারভেজুর রহমান জুমন। তার ব্যাক্তিগত মোবাইলে এস এম এস দিলেই ঘরে পৌছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী।

অ্যাকসেস বাংলাদেশ এর আবেদনের প্রেক্ষিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৫০ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিকে খাদ্য এবং অন্য সহায়তা (চাল,‌ ডাল, আলু, তেল, লবণ, সাবান) প্রদান করে।

এদিকে অ্যাকসেস বাংলাদেশ তা শারীরিক, সেরিব্রাল পলসি, দৃষ্টি, বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিতরণ করে। অ্যাকসেস বাংলাদেশ এর পক্ষ থেকে সাভার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং এই সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন