ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামে আব্দুল লতিফ(৬০)নামের এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪.১৫ মিনিটের সময় জ্বর সর্দি শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহ ধরে জ্বর সর্দি শ্বাসকষ্ট জনিত কারণে তিনি ভুগছিলেন। তিনি রামনা ইউনিয়নের খোলপটুয়া বাজারে ঔষধের দোকানদারি ও গ্রাম্য ডাক্তারি করতো বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে ডা. হুমায়ুন শাহিন খান (সিভিল সার্জন) জানিয়েছেন আমি ঘটনার কথা শুনেছি আমি তাৎক্ষণিক নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মীদের পাঠিয়েছি। নমুনা রিপোর্ট আসলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা বোঝা যাবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন