করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (১১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলা এবং এর বিস্তার রোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশের অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিভিন্ন ধরনের বিপণিবিতানসহ সব গার্মেন্টস কারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ছুটিকালীন ঢাকা মহানগরীসহ বিভিন্ন মেট্রোপলিটন শহর, বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে ও গ্রামাঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতানসহ শপিংমল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান, ওষুধের দোকান, আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন।
উদ্ভুত এ পরিস্থিতিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ঐ চিঠিতে।
আনন্দবাজার/ডব্লিউ এস