শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভাসমান অভুক্তদের মাঝে জেলা প্রশাসকের খাবার বিতরণ

বরিশালের পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন, পাগল. ছিন্নমূল ও ভবঘুরদের মাঝে গভীর রাতে পায়ে হেটে ঘুরে ঘুরে খাবার তুলে দিলেন জেলা প্রশাসক।

শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১২টা পর্যন্ত শহরের কৃষ্ণচুড়া মোড়, পুরাতন ডিসি অফিস, থানা সড়ক, সিও অফিস ও পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে নিজের ব্যক্তিগত রান্না করা খাবার বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে শহরের সকল হোটেল-রেঁস্তোরা বন্ধ থাকায় অভুক্ত এসব ভারসাম্যহীন ও ভবঘুরদের মাঝে জেলা প্রশাসক খাবার তুলে দেয়ায় সুশীল সমাজের প্রতিনিধিরা তার এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, করোনা প্রতিরোধের কারণে ২৬ মার্চ থেকে শহরের হোটেল, রেঁস্তোরা বন্ধ রয়েছে। খাবারের অভাবে রাস্তায় ভাসমান এ সকল মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেরা অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। তাই পিরোজপুর শহরের এই অভুক্ত, মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের প্রতিদিন রাতে খাবার দেয়ার জন্য স্থানীয় যুব সংগঠন “পিরোজপুর ইয়ূথ সোসাইটি” এর সহযোগীতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে পিরোজপুর জেলা প্রশাসন।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জয়পুরহাটে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন

সংবাদটি শেয়ার করুন