মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

এবার করোনায় আক্রান্ত নাট্যনির্মাতা

নভেল করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ঢাকার একজন নাট্যনির্মাতা আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে বাংলাদেশের টিভি নাটকের পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর সাধারণ সম্পাদক এস এ হক অলিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমাদের একজন নির্মাতা বন্ধু আক্রান্ত হয়েছেন। আমরা গতকাল (শুক্রবার) বিকেলেই তা শুনেছি। সাথে সাথে কাল রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষণ দেখে তিনি নিজেই আগে টেস্ট করতে দিয়েছিলেন এবং তিনি কভিড-১৯ পজেটিভ বলে গতকাল তাকে নিশ্চিত করা হয়েছে। তার পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ তার পরিবারের সদস্যদেরও টেস্ট করানো হবে।

করোনাভাইরাসে আক্রান্ত নির্মাতাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আক্রান্ত নির্মাতার চিকিৎসার সব দায়িত্ব ডিরেক্টরস গিল্ড বহন করবে বলে কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে।

আনন্দবাজার/তা.তা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ধর্মপাশায় কোরআনের হাফেজদের নিয়ে কটুক্তি, ভিডিও ভাইরাল

সংবাদটি শেয়ার করুন