মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এ জাতিকে কে রক্ষা করবে? নেত্রকোনায় করোনা উপেক্ষা করে মাছ ধরা উৎসব!

নেত্রকোনা পৌরসভা সদর এলাকা থেকে ছবিগুলো নেয়া হয়েছে। জায়গাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। মগড়া নদী শহরের মধ্যখান দিয়ে প্রবাহিত। মগড়া নদীতে মাছ ভেসে উঠার গুজবে মানুষের তাণ্ডব, করোনাকালেও অসহায় প্রকৃতি। চলছে মাছ ধরা উৎসব।

এই লোকগুলো যেখানে জমায়েত হয়েছে, সেখান থেকে ডিসি অফিস, মেয়র অফিস, এসপি অফিস ও বিজিবির লোকাল অফিস ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত। পুলিশ ও বিজিবির নাকের ডগায় গণ জমায়েত চলছে।

শহরের প্রাণকেন্দ্রেই যদি এই অবস্থা হয়, তাহলে প্রত্যন্ত গ্রামীণ এলাকার কী অবস্থা, সেটা সহজেই অনুমান করা যায়।

ছবি- আহমেদ কাজল

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বরগুনায় চলাচলের অনুপযোগী ৭০টি সেতু

সংবাদটি শেয়ার করুন