ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এসিল্যান্ড পার্থ প্রতিম শীল। তিনি হোম কোয়ারেন্টাইন এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে ১৫ টি ইউনিয়নে নিয়েছে নানান পদক্ষেপ।
২১ মার্চ (শনিবার) থেকে পার্থ প্রতিম শীল উপজেলার প্রত্যেক ইউনিয়নে সরকারী নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছেন। অভিযানের সময় সার্বক্ষণিক বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার ভিতরের রাখতে কঠোর ভূমিকা পালন করেছেন তিনি। অভিযান পরিচালনাকালে তিনি নিজেই হ্যান্ডমাইকে মানুষকে সচেতন করে যাচ্ছেন বাড়ীতে থাকার পরামর্শ দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট পার্থ প্রতিম শীল জানান, ঝিনাইদহের বিজ্ঞ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ স্যারের নির্দেশনা অনুযায়ী শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের সার্বিক দিকনির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে জনগনকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে থাকা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। তবে এক্ষেত্রে বিধি নিষেধ অমান্য করে অল্প কিছু লোক যারা ঘরের বাইরে বের হয়েছিলেন কিংবা কিছু দোকানপাট খোলা রেখেছিলেন তাদের প্রতি সচেতনতার আহবান জানিয়ে বারবার সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, সরকারি নির্দেশনা না মানলে তাদের প্রতি প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। শৈলকুপা করোনা ভাইরাস মোকাবিলায় এখানকার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তার চাঁদরে বেষ্টিত করতে প্রত্যহ ভোর বেলা থেকে শুরু করে মাঝরাত অবধি আমরা কাজ করে যাচ্ছি। এ কাজে বাংলাদেশ সেনাবাহিনী, শৈলকুপা থানা পুলিশ আমাদের সহযোগিতা করে যাচ্ছেন।
আনন্দবাজার/শহক