মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার গুজব ছড়িয়ে ৫০ জন আটক

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এখন পর্যন্ত ৫০জনকে আটক করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমকেই আসল টার্গেট করে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তি করে গত দুই সপ্তাহ ধরে এই অভিযান চালাচ্ছে।

সরকার বলেছে, করোনা পরিস্থিতি নিয়ে কেউ কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিছু সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পরই আটক করা হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে যেহেতু এখন লকডাউন চলছে। সেই প্রেক্ষাপটে ফেসবুকসহ সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু মানুষ পরিস্থিতির প্রথম থেকেই গুজব ছড়ানোর চেষ্টা চালায় বলে পুলিশ কর্মকর্তারা বলেছেন।

আর সেজন্য সামাজিক মাধ্যমকেই আসল টার্গেট করে এই অভিযান চালানো হচ্ছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সংঘবদ্ধ চোরের হানা কবরে

সংবাদটি শেয়ার করুন