মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে তৈরি ‘করোনার ওষুধ’ রোববার থেকে বিনামূল্যে সরবরাহ

সম্প্রতি করোনা চিকিৎসায় কার্যকরী ওষুধ ‘অ্যাভিগান’ তৈরি করেছে জাপান। এদিকে সফলভাবে ওষুধটি সফলভাবে তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশের বেক্সিমকো ও বিকন ফার্মাসিউটিক্যালস, যা আগামী রোববার স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়াও ওষুধটি সরকারকে সরবরাহ করার পাশাপাশি যে সকল হাসপাতালে করোনা আক্রান্ত রোগী আছে সেখানেও সরবরাহ করা হবে। তবে স্থানীয় ফার্মেসিগুলোতে আসতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

আরও জানা যায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যে সমস্ত হাসপাতালে করোনা রোগী ভর্তি আছে সেখানে ওষুধটি পৌঁছে দেবে। একেকটি ট্যাবলেটের দাম ৪০০ টাকা করে হলেও এখন এটি বিনামূল্যে আক্রান্ত রোগীদের সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ওষুধটি প্রস্তুতের পেটেন্ট জাপানের হলেও অনুন্নত দেশ হিসেবে তারা বাংলাদেশকে ২০৩৩ সাল পর্যন্ত ওষুধটি প্রস্তুতের অনুমোদন দিয়েছে।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  তিস্তার ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ

সংবাদটি শেয়ার করুন